avertisements 2

মোংলা বন্দরে কয়লাবাহী বিদেশি জাহাজের বিরুদ্ধে আটকাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৯:৫৯ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির অনাপত্তি সনদ (এনওসি) প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ অবস্থায় পণ্য খালাস করতে পারলেও জাহাজটি আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মোংলা বন্দর ত্যাগ করতে পারবে না। শুক্রবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে আটকাদেশ দেয়া হয়েছে।

পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে, সেজন্য বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জাহাজটিকে অবমুক্তির নির্দেশনা দিলে চিঠি দিয়ে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2