avertisements 2

খুলনার শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন হবে না: মেয়র 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:০৫ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

শিববাড়ি মোড় শিববাড়িই থাকবে, নামের কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। শনিবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বাংলা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র নিজেই। 

খুলনার দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল সিটি করপোরেশন। এ প্রস্তাব ৩০ এপ্রিল সাধারণ সভায় তোলার কথা ছিল। এ ব্যাপারে তালুকদার আবদুল খালেক বলেন, ‘ওই বিষয়ে সাধারণ পরিষদের সভায় কোনও আলোচনা হবে না। আমি মেয়র হিসেবে এটার দায়িত্ব নিচ্ছি। নামের কোনও পরিবর্তন হবে না।’

তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি মেয়র থাকাকালে শিববাড়ির নাম পরিবর্তন হবে না। এ নিয়ে এজেন্ডা থাকলেও তা সভার আলোচনায় উঠবে না।’

রবিবার (৩০ এপ্রিল) কেসিসির ১৯তম সাধারণ পরিষদের সভা রয়েছে। ওই সভায় আলোচনার জন্য ১৪টি আলোচ্য সূচি নির্ধারণ করা হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত সাধারণ সভার নোটিশে এ আলোচ্য সূচি জানা যায়। সূচির ৫ নম্বরে রয়েছে শিববাড়ির নাম পরিবর্তন করার কথা। সেখানে প্রস্তাব করা হয়েছে মহানগরীর শিববাড়ি মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বর (শেরে বাংলা রোড ও কেডিএ অ্যাভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার। প্রস্তাবটির কথা প্রচারিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক নাম পরিবর্তন না করার কথা জানালেন। রবিবার বেলা ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2