জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া এর সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:০৪ এএম, ২৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার সাধারণ সভা এবং নির্বাচন ২১/০৮/২০২২ রবিবার বেলা ২ টা ৩০ মিনিটে গ্রীন একর সিটিজেন'স সেন্টারে অনুষ্টিত হয়।
এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এ কে এম হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন ফাজিল বারি জসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে এম হেলাল , সাইফুল ইসলাম চৌধুরী , আনিসুর রহমান লিটু, নানু মিয়া, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ , ওবায়দুল হক , জাহেদুল হক চৌধুরী লিটন, হাসান শাহরিয়ার সুমন এবং সুহেল হোসেন।
সভা শেষে ২০২২-২০২৪ ইং সালের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব আনিসুর রহমান লিটু এবং জাহেদুল হক চৌধুরী লিটন।
নির্বাচনে জনাব সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করা হয়।
তৃতীয়বারের মত সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উভয় জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ সিলেটি কমিনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আগামী দিনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।