avertisements 2

ক্যানবেরাতে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ২২ মে,রবিবার,২০২২

Text

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠনে বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা (BAAC) আয়োজনে  ২৭ মার্চ ২০২২, ক্যানবেরা ইসলামিক সেন্টার (CIC) প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এবছরের প্রথম বৈশাখী মেলা।
সকাল ১০টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এ মেলাতে চলা এ মেলায় হাজারো বাংলাদেশির সমাগম ঘটে। দেশটির চলমান স্বাস্থ্যবিধি মেনে মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে নাচগানে মেতে ওঠে মেলায় আগত ব্যক্তিরা।
মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে বসে দেশীয় পণ্যের স্টল। এ ছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে।
মেলা আয়োজন প্রসংগে ব্যাকের(BAAC) সভাপতি জিয়াউল হক বাবলু মেলায় উপস্থিত সকলকে এই মেলা সফল করার জন্য ধন্যবাদ জানান, সেই সাথে তিনি সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতগতা এবং ধন্যবাদ জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2