avertisements 2

ফয়সাল আজাদ ও তাঁর মায়ের সুস্থতার জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:২০ এএম, ২৭ আগস্ট, বুধবার,২০২৫

Text

করোনায় আক্রান্ত সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও তার মাতা লুৎফেয়ারা বেগমের সুস্থতার কামনা করে গয ২৬ এপ্রিল (সোমবার) সিডনির ল্যাকেম্বা স্হানীয় রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সিডনি আওয়ামী লীগের পক্ষ থেকে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাবিব আহসান টুলু। ফয়সাল আজাদ ও তার মা সহ অন্যান্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় করা হয়। এসময় আওয়ামী লীগর সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, ফয়সাল আজাদ ও তার মাতা লুৎফেয়ারা বেগম গত ৩ এপ্রিল বাংলাদেশ থেকে সিডনি এসে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে ছিলেন। এরপর ১১ এপ্রিল  করোনা পরীক্ষার পর উভয়ের পজিটিভ রেজাল্ট আসে। বর্তমানে ফয়সাল আজাদ ও তার মা কনকর্ড হাসপাতালের আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2