রেকর্ড ভাঙা শীত! জাঁকিয়ে আসছে ঠান্ডা, আগামিকাল থেকেই হুহু করে নামবে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০৩ পিএম, ৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:৩১ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

শেষ কয়েক দশকে এমন নজির নেই ৷ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বইছে উত্তরে হাওয়া ৷ বাঙালির প্রিয় মাফলার, সোয়েটার, মাঙ্কি টুপি নভেম্বরেই নিচ্ছে মুখ দেখানোর প্রস্তুতি ৷ অক্টোবরের শেষ স'প্ত াহ থেকে রাজ্যে হাজির শীতের আমেজ ৷ এবার নভেম্বরের প্রথম স'প্ত াহেই কমতে শুরু করল তাপমাত্রা ৷ শীঘ্রই জাঁকিয়ে হাড়কাপানো ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের ৷প্রতীকী ছবি৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণব'ঙ্গে শুরু হয়ে যাব'ে পারদপতন ৷ এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা ৷ ভোরে ও রাতের দিকে শির'শিরে কাঁপুনি ধ’রাবে শীতের অনুভূ'ত ি ৷
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
