‘আর করব না ম্যাম, সত্যি বলছি!’ শিক্ষিকার রাগ ভাঙাতে খুদের চেষ্টা মন ছুঁয়ে যাবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৫ পিএম, ১৭ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

স্কুলশিক্ষিকা বসে আছেন চেয়ারে। সামনে দাঁড়িয়ে এক শিশু শিক্ষার্থী। শিক্ষিকার হাত ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে শিশুটিকে। এমনকি এক সময় শিক্ষিকার রাগ ভাঙাতে তার গালে চুম্বনও করে দেয় সে।
ভারতের বিহার প্রদেশের ছপরার একটি স্কুলের এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে ভিডিওটি। শিক্ষিকা এবং খুদে শিক্ষার্থীর কথোপকথন মন ছুঁয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
ভিডিওতে শিক্ষিকা ও ক্ষুদে সেই শিক্ষার্থীর কথোপকথনের কিছু অংশ:শিক্ষিকা : তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।শিশু শিক্ষার্থী : ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।শিক্ষিকা : তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।শিশু শিক্ষার্থী : আর করব না, ম্যাম। আর করব না।শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু শিশুটি তার কাছে গিয়ে আদর করে বলে, আর করব না, করব না।
শিক্ষিকা : প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?শিশু শিক্ষার্থী : একদম। (এর পরই শিক্ষিকা তার গালে শিশুটিকে চুমু দিতে বলে) শিশুটি শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও দেন শিশুটিকে। শেষ পর্যন্ত শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয় শিশুটি। স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া যায় না। সেই দুষ্টুমি করতে গিয়ে কখনো শিক্ষকের হাতে ধরা পড়ে মার খেয়েছে, কখনো শাস্তির মুখে পড়তে হয়েছে।প্রত্যেকেরই স্কুলজীবনের এমন স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনো অনেকে হাতড়ে বেড়ান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
