ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৬:১৯ এএম, ৩০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠকের পর তিনি এ তথ্য জানান। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে সমঝোতা প্রায় ‘৯৫ শতাংশ’ সম্পন্ন হয়েছে। তবে জেলেনস্কির দাবি, তিনি ১৫ বছরের চেয়ে দীর্ঘমেয়াদি—৩০, ৪০ কিংবা ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা চান।
বৈঠকের পর ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, সামগ্রিক শান্তি চুক্তি প্রায় ৯০ শতাংশ এগিয়েছে। তবে এখনও দুটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে—ভূখণ্ড সংক্রান্ত প্রশ্ন এবং রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ।
ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাসের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। বর্তমানে ডোনেৎস্কের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প জানান, ডনবাস বিষয়ে সমঝোতা এখনও হয়নি, তবে তা কাছাকাছি পর্যায়ে রয়েছে।
জেলেনস্কি এএফপিকে বলেন, ‘নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া এই যুদ্ধকে প্রকৃত অর্থে শেষ বলা যাবে না। এমন প্রতিবেশীর সঙ্গে বসবাসে নতুন করে আগ্রাসনের ঝুঁকি থেকেই যায়।’
রয়টার্স জানায়, জেলেনস্কি চান শান্তি চুক্তিতে সই করার মুহূর্ত থেকেই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হোক। তবে যুক্তরাষ্ট্র এখনও সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ট্রাম্প বলেন, ইউরোপীয় মিত্ররা এ দায়িত্বের বড় অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।
এদিকে রাশিয়া এরই মধ্যে পরিকল্পনার কয়েকটি মূল বিষয় প্রত্যাখ্যান করেছে। তবে ক্রেমলিনের মুখপাত্র আজ সোমবার (২৯ ডিসেম্বর) বলেন, শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে—ট্রাম্পের এই মূল্যায়নের সঙ্গে তারা একমত।
রাশিয়া আবারও দাবি করেছে, ইউক্রেনকে ডনবাসের যে অংশ এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ইউক্রেন প্রস্তাব দিয়েছে, ওই অঞ্চলকে নিজেদের বাহিনীর তত্ত্বাবধানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে রাখা যেতে পারে। তবে জেলেনস্কি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইউক্রেনের জনগণের মতামত নেওয়া জরুরি।
ট্রাম্প সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার কথাও উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে।
জেলেনস্কি জানান, জানুয়ারিতে হোয়াইট হাউসে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হতে পারে, যেখানে ইউরোপীয় নেতারাও যোগ দিতে পারেন।
ফ্লোরিডা বৈঠকের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন আলোচনায় ‘ভালো অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেন এবং ইউক্রেনের জন্য ‘দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার’ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী মাসে প্যারিসে ইউক্রেনের মিত্ররা এ বিষয়ে বৈঠকে বসবেন।
জেলেনস্কি আরও বলেন, শান্তি পরিকল্পনা ইউক্রেনে গণভোটে উপস্থাপন করা উচিত, যার জন্য অন্তত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রয়োজন। তবে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে সংঘাত থামেনি। ইউক্রেন জানায়, রোববার রাশিয়া ২৫টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ২১টি প্রতিহত করা হয়েছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রোববার রাতে ইউক্রেনের ৮৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার বেশিরভাগই ব্রায়ানস্ক অঞ্চলে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
গ্রিসের উপকূলে মাছধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৩৯ অভিবাসী উদ্ধার
এইচ ওয়ান বি ভিসায় ভারতীয়দের জালিয়াতি ও ঘুষের অভিযোগ মার্কিন কূটনীতিকের, কার্যক্রম স্থগিতের দাবি
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত





