ভারতের পাশে চীন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৪ এএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৭:৩৪ পিএম, ১২ জুলাই,শনিবার,২০২৫

ভারতের পাশে আছে চীন! এমনই বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের করোনা ভ্যাকসিন তৈরিতে সাহায্যের হাত বাড়াবে চীন। মঙ্গলবার এমন প্রতিশ্রুতির বার্তা দিয়েছেন শি।
শি জানান, চীনা কোম্পানিগুলো ব্রাজিল এবং রাশিয়ান কোম্পানিগুলোর সঙ্গে তৃতীয় দফার ট্রায়ালের কাজ করছে। পাশাপাশি প্রায় ১৯টি ব্রিকস দেশগুলোর সঙ্গেও ভ্য়ারসিন তৈরির রিসার্চ এবং ভ্যাকসিন ট্রায়ালে সাহায্য করবে।
লাদাখ পরিস্থিতি নিয়ে দু-দেশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ব্রিকস দেশগুলোর ভার্চুয়াল বৈঠকে ফের মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি। সেখানেই তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাধ্যতামূলক ছুটিতে

“আমরা আইসিসিকে কোনো স্বীকৃতি দেই না” — গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত
