কানাডায় ক্রিসমাসের অনুষ্ঠান বন্ধের হুমকি জাস্টিন ট্রুডোর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৫ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৬:১৯ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসন্ন ক্রিসমাস এর অনুষ্ঠান বন্ধের হুমকি দিয়েছেন। বর্তমানে দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। গত ১২ অক্টোবর থ্যাঙ্কসগিভিং ডে’র অনুষ্ঠানে বহু মানুষ জড়ো হয়। এরপরই সংক্রমণ বেড়ে যায়।
হাসপাতালে ভর্তি এবং মানুষের মৃতের সংখ্যাও বেড়েছে। ফলে জনস্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে, ক্রিসমাসেও পরিস্থিতি এরকম হলে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সামাল দেওয়া কঠিন হবে। এ রপরই প্রধানমন্ত্রী ট্রুডো সবাই সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে ক্রিসমাসের অনুষ্ঠান করা হবে কিনা তা নিয়ে সংশয় আছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাধ্যতামূলক ছুটিতে

“আমরা আইসিসিকে কোনো স্বীকৃতি দেই না” — গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত
