avertisements 2

অস্ট্রেলিয়ায় ৫ মাসের মধ্যে প্রথম কোভিড রোগী শুন্য দিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৬ পিএম, ২ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৮:৪১ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া প্রায় ৫ মাসের মধ্যে প্রথম স্থানীয় পর্যায়ে রোগী শুন্য দিনের রেকর্ড গড়েছে।

বিবিসি জানায়, গত ২৪ ঘন্টায় (শুক্রবার ২০:০০ থেকে শনিবার ২০:০০ টা) দেশটিতে কোনও রোগী শনাক্ত হয়নি। গত ৯ জুনের পর এই প্রথম এমন ঘটল।

অস্ট্রেলিয়ায় মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কেন্দ্রন্থল ভিক্টোরিয়া রাজ্যে ১১২ দিনের লকডাউনের পর টানা দুই দিন নতুন কোনও রোগী শনাক্ত হয়নি।

এর পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলোতে বেশিমাত্রার কড়াকড়ি শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী টুইটারে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাওয়া সব স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।


অস্ট্রেলিয়ায় মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় ২৭,৫০০ জন এবং মারা গেছে ৯শ’ জন। এই সংখ্যা বিশ্বের অনেক দেশের তুলনায়ই কম।

অস্ট্রেলিয়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন, পরীক্ষা, ট্রেসিং এর মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তাছাড়া, এই ভাইরাসে দেশটিতে মারা যাওয়া ৯০ শতাংশ মানুষই ভিক্টোরিয়া রাজ্যের হওয়ায় সেখানে অত্যন্ত কড়া বিধিনিষেধ এবং কারফিউ জারি করা হয়েছিল।

ভিক্টোরিয়ার সবচেয়ে বড় শহর মেলবোর্ন কঠোর বিধিনিষেধ থেকে বের হয়ে আসতে শুরু করেছে এ সপ্তাহ থেকেই।

সেখানে জুন মাসের পর আর নতুন কোনও কমিউনিটি সংক্রমণ ধরা পড়েনি। ফলে বিধিনিষেধের কড়াকড়িও কমে এসেছে। মানুষ অবাধেই ঘরের বাইরে যাওয়া থেকে শুরু করে রেস্তোঁরা, ক্যাফে, বার সবখানে চলাফেরা করতে পারছে।

বিষয়: করোনা
avertisements 2