অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী নারী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩১ পিএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সিনেটের জন্য লেবার পার্টি থেকে নির্বাচিত প্রথম হিজাবধারী সিনেটর ফাতিমা পেমান (২৭)।আফগান বংশোদ্ভূত মুসলিম নারী ফাতিমা পেমান পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরা প্রথম নারী তিনি।
ফাতিমা পেমান বলেন, ‘আমি নতুন দায়িত্বে নির্বাচিত হতে পেরে খুবই গর্বিত। অভিবাসী ও সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহারের বিরুদ্ধে আমি সংগ্রাম চালিয়ে যাব।’
উল্লেখ্য, ফাতিমা পেমান আট বছর বয়সে তার মা ও তিন ভাই-বোনের সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সেখানেই তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। পরে রাজনৈতিক দল লেবার পার্টিতে যোগ দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবিনস ও উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস ফাতিমা পেমানের সিনেটের সদস্য হওয়ায় খবরে উচ্ছাস প্রকাশ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
