শুক্রবার অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৪১ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে মেলবোর্ন থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (০৮ মে) বিশেষ এ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ক্যানবেরা দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ৮ মে দুপুর ১টায় মেলবোর্ন থেকে ফ্লাইটটি বাংলাদেশি নাগরিকদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসবে। তবে এই ফ্লাইটে কতজন বাংলাদেশি ফিরছেন সেই তথ্য নিশ্চিত করে জানা যায়নি। এর আগে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। যদিও পরে যাত্রী স্বল্পতার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
