অস্ট্রেলিয়ার গবেষকদের করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,
বুধবার,২০২০ | আপডেট: ১২:৫৭ পিএম, ২৮ এপ্রিল,সোমবার,২০২৫

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির পথে বড় ধরনের অগ্রগতি লাভ করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। গবেষকদের দাবি, তাদের তৈরি ভ্যাকসিন আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের ফলে করোনাভাইরাস নিষ্কীয় হয়ে যাবে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এরই মধ্যে ওই ভ্যাকসিনটির প্রাথমিক পরীক্ষা চালিয়েছেন।
তাদের দাবি, এটি শরীরে প্রয়োগের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক বেড়ে যায়। যার ফলে শরীরের ইমিউন সিস্টেম স্বাভাবিকভাবেই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে হার মানাতে পারে। এতে করে করোনামুক্ত হয়ে রোগী সুস্থ হয়ে উঠবে।
ভ্যাকসিন উদ্ভাবক দলের একজন প্রফেসর পল ইং বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে- ভ্যাকসিনটি প্রয়োগের ফলে শরীরে কোষের সংস্কৃতি বদলে ভাইরাসের মৃত্যু ঘটছে। গবেষকদের বিশ্বাস, চলতি বছরের জুনের শুরুতেই প্রাথমিক পরীক্ষার চূড়ান্ত ফল চলে আসবে। তারপর মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। সূত্র : ডেইলি মেইল
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
