দেশ থেকে আসা শ্রীলংকান এয়ারলাইন্সের ফ্লাইট মেলবোর্ন পৌছছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ এপ্রিল,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:১৯ এএম, ১৩ ডিসেম্বর,শনিবার,২০২৫
বিভিন্ন কারনে দেশে গিয়ে আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্টেদের নিয়ে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ ১৭ এপ্রিল শুক্রবার দুপুর ২: ২০ মেলবোর্ন পৌছছে। ফ্লাইটি গত কাল রাত ৮: ১৫ ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশ্য রওনা দেয় ।
প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে সকল যাত্রীদেরকে বিভিন্ন হোটেলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এখনো আরো কয়েক শতাধিক অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ফিরে আসার অপেক্ষায় আছেন।
তাদের জন্য আরো একটি বিশেষ ফ্লাইটে ব্যবস্হা করার চিন্তাভাবনা চলছে। এই ব্যাপারে আগ্রহীরা ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনে যোগাযোগ করতে পারেন। Australian HC Dhaka +8809694260100 Email: ahc.dhaka@dfat.gov.au +61 2 6261 3305 consular emergency centre মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের সাথে যোগাযোগের ইমেইলঃ mscampbelltown@gmail.com ফাইল ছবি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘বাংলাদেশ ডেমোক্রেসি সামিট ২০২৫’: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার ডাক
ভিক্টরিয়া বিএনপি কর্তৃক ৫০ তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন





