সিডনির ল্যাকেম্বা থেকে বাংলাদেশী অভিবাসনকামী শরণার্থীর ঝুলন্ত লাশ উদ্বার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ অক্টোবর,সোমবার,২০১৯ | আপডেট: ০৬:৩৪ এএম, ২০ অক্টোবর,সোমবার,২০২৫

সিডনির ল্যাকেম্বা থেকে মোঃ মহসিন মিয়া (৩২) নামের এক বাংলাদেশি শরনার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ল্যাকেম্বার স্হানীয় মসজিদের পিছনের অংশে বিকালে আছর নামাজ পড়তে আসা কিছু মুসল্লি পিছনে অন্ধকার জায়গায় একটি লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
প্রায় ১০ বছর আগে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মোতরাপুর গ্রামের বাসিন্দা মহসিন জীবন ও জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান । ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে মহসিন মেঝো। মালয়শিয়া, ইন্দোনেশিয়া হয়ে উত্তাল প্রশান্ত মহাসাগর ট্রলারে পাড়ি দিয়ে প্রায় ২০১৩ সালে সে অস্ট্রেলিয়াতে আসে এবং শরনার্থী ভিসায় আবেদন করে।
বন্ধুদের বরাতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে তার সমস্ত আবেদন অস্ট্রেলিয়ান অভিবাসন কর্তৃপক্ষ বাতিল করে দিয়ে দেশে চলে যাওয়ার নির্দেশ প্রদান করে ,যার কারনে তার সমস্ত সরকারী সুযোগ সুবিধা যেমন মেডিকেয়ার, ওয়ার্ক পার্মিট ,অন্যান্য ভাতা বাতিল হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পুলিশের ধারনা করছে গতকাল রবিবার দিনের কোন এক সময় মহসিন মিয়া গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত
