avertisements 2

সিডনিতে ‘Stand for Bangladesh’ শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ অক্টোবর, বুধবার,২০২৪ | আপডেট: ০৬:০৩ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সিডনি, ২৭ অক্টোবর ২০২৪: অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আবারও দেশের সংকটময় মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যা এবং জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তায় ১২টি বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় "Stand For Bangladesh" শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। সিডনির ব্ল্যাকটাউনের বোম্যান হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।  

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল নিরালা হোল্ডিংস। অংশগ্রহণকারী এলামনাই সংগঠনগুলো হলো এআইইউবি, আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সাস্ট।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসুলার জেনারেল মো. শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি মিস্টার ওয়ারেন এরিক কিরবি এবং এমপি মিস্টার মার্ক জোসেফ কুরি। তারা বাংলাদেশে দূর্যোগকালে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল প্রবাসীদের সহযোগিতা ও একতাবদ্ধ থাকার আহ্বান জানান।  

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রাহাত শান্তনু এবং ব্যান্ডদল কৃষ্টি ও ধূমকেতু। শিশুদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সংকট ও দূর্যোগ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। আর্থিক অনুদান প্রদানকারীদের সম্মান জানাতে একটি তারকা বোর্ডও প্রদর্শন করা হয়।  

এই তহবিল সংগ্রহের আয় থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকারের ত্রাণ কার্যক্রম এবং জুলাই ফাউন্ডেশনকে প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2