অস্ট্রেলিয়ায় চালু হতে যাচ্ছে প্রথম পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:১৪ পিএম,  ১৮ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট:  ০৭:৪৭ এএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    উদ্বোধনের অপেক্ষায় অস্ট্রেলিয়ার ইসলামী ব্যাংক আইবিএ। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লিসপি সালাম গেটওয়েকে বলেন, ২০২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করতে পারবে আশা করছে ইসলামী ব্যাংক অস্ট্রেলিয়া (আইবিএ)। ব্যাংক কার্যক্রম শুরু করা নিয়ে ব্যাংকটির প্রধান নির্বাহী গ্লিসপি বলেন, ‘অপ্রত্যাশিতভাবে কভিড আমাদের আক্রান্ত করে। তদুপরি আমরা ব্যাংকটির লাইসেন্স গ্রহণ ও উদ্বোধন করতে যথাসাধ্য কাজ অব্যাহত রেখেছি।’ অনলাইন ব্যাংকিং সার্ভিসের পাশাপাশি সিডনি ও নিউ সাউথ ওয়েলসে ইসলামী ব্যাংকটির শাখা কার্যক্রম চালু করার পরিকল্পনা আছে ব্যাংকটির। ২০১২ সালে অস্ট্রেলিয়ার কিছু মুসলিমের মাধ্যমে ব্যাংকটির যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ ও ২০১৮ সালে এর কার্যক্রম চালু হয়। ব্যাংকটির মূলধনের শতকরা ৫০ ভাগ বিনিয়োগ করে অস্ট্রেলিয়ার একদল মুসলিম। বাকি অংশ বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাতের কিছু নাগরিক। ব্যাংকটির মূলধনের পরিমাণ ১৪.৬ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র : সালাম গেটওয়ে
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
                                    অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
                                    অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
                                    ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন
                                    অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত
                                    




