avertisements 2

আট সপ্তাহ পর একদিনে ৫ মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৫:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারী, বুধবার,২০২৪

Text

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে প্রায় আট সপ্তাহ পর একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে টানা দ্বিতীয় দিনের মত আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এ সময়ে গতকালের তুলনায় বেড়েছে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হারও। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮৩১ টি নমুনা সংগ্রহ ও ৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬১৪ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গিয়েছে। সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার দেশের ৩৬টি জেলায় কভিড রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীর মধ্যে ৪৬২ জন ঢাকা জেলার বাসিন্দা। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গিয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৪৫ জনে। এর আগে সর্বশেষ গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন সোমবার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ।এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৮৩ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2