অবশেষে আরেক ভাই রক্তিমও চলে গেলেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০৯ পিএম, ১ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

রক্তিম শীল
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রক্তিম শীলও মারা গেছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোরে একই পিকআপ চাপায় নিহত হন তার পাঁচভাই। এ কয়েক দিন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও চলে গেলেন। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত আপন ৬ ভাইয়ের মৃত্যু হলো।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান রক্তিম সুশীল। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের বাবা সুরেশের মৃত্যু হয় পাঁচ ছেলের মৃত্যুর ১০ দিন আগে। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফেরার পথে ৯ ভাইবোনের মধ্যে পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন, অনুপম শীল (৪৭), নিরূপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন দুইভাই এবং আরেক বোন হীরা আহত হন। এর মধ্যে রক্তিমের অবস্থা ছিল আশঙ্কাজনক।
গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একই পরিবারের আটজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুই ভাই রক্তিম ও প্লাবন ও তাদের এক বোন। আশঙ্কাজনক অবস্থায় রক্তিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ
