ফুলের বাজারে ভালোবাসা দিবসের আগুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৬ পিএম, ৩ অক্টোবর,শুক্রবার,২০২৫

ভালোবাসা দিবসে প্রিয়জনতে ফুল উপহার দেয়ার প্রথা অনেক পুরনো। আর এবার ফুল কেনাই হয়ে দাঁড়িয়েছে কারো কারো জন্য বিলাসিতা। আজ সারাদিন ফুল বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। ফুলের দাম বৃদ্ধির জন্য ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে এর চাহিদা বৃদ্ধিই কারণ বলে মনে করছেন সবাই। রাত ও সকালের বাজারের মধ্যে বিস্তর ফারাক। তাই ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। তারপরও ফুলের বেচাকেনা জমজমাট।
সাধারণ সময়ে গোলাপের দাম প্রতি পিস ২০ টাকা হলেও, সকাল থেকে কয়েকগুণ বেশি দর হাঁকছেন ব্যবসায়ীরা। এর বাইরে গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন ও লিলিয়ান ফুলের দামও চড়া।
ব্যবসায়ীরা বলছেন, কোভিডের কারণে গত দুই বছর সর্বস্বান্ত হয়েছেন অনেকেই। এবার সেই লোকসান পুষিয়ে নিতে চান। পাশাপাশি বীজ সংকটের কারণে আশানুরূপ ফুল চাষ হয়নি। তারপরও ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে যতটা লাভ হচ্ছে, তার বড় অংশই যাচ্ছে কৃষকের কাছে। এ অবস্থায় ক্রেতারা প্রিয়জনের জন্য কম ফুল কিনে উৎসব সামাল দেয়ার চেষ্টা করছেন। উপহার হিসেবে বিকল্পও ভাবছেন কেউ কেউ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর

ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা

যশোরের থানা চত্বরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি!

সুদের টাকা আদায়ের জন্য লাশের দাফন আটকে দিলেন, এলাকাবাসীর ক্ষোভ
