avertisements 2

মায়ের খোঁজে ঢাকা থেকে লালমনিরহাটে শিশু লামিয়া! 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৪ এএম, ১৮ মে,শনিবার,২০২৪

Text

 ছবি: সংগৃহীথ 

৪ বছরের শিশু লামিয়া আক্তার। মায়ের সাথে দেখা হয় না প্রায় ২২ দিন। মাকে দেখতে না পেয়ে কান্না যেন থামছে না শিশুটির। ঘুমের ঘরেই আম্মু আম্মু বলে ডাকছে শিশু লামিয়া। তার কান্না থামাতে না পেরে বাবা সোহেল মিয়া কোলে নিয়ে শিশুটির মাকে খুঁজতে ঢাকা থেকে ছুটে এসেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। কিন্তু গত দুই দিনেও শিশু লামিয়া তার মা বন্যা আক্তার বিথীর (২৩) খোঁজ না পেয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) আবারও ঢাকায় ফিরে যান।

এর আগে শনিবার সকালে ঢাকা থেকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আসেন শিশু লামিয়ার বাবা সোহেল মিয়া ও তার দাদী রিনা বেগম।

ঢাকা থেকে শিশু লামিয়ার মা বিথীকে নিয়ে আসা যুবক মাসুম মিয়া (২৫) লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাদাই ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের সজিব বাজার এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

জানা গেছে, ঢাকা উত্তর শাহজাহানপুর এলাকায় বসবাস সোহেল মিয়া ও বন্যার আক্তার বিথী দম্পতি। ৬ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ে পর একটি ফুটফুটে শিশু কন্যার জন্ম দেন বিথী। এরপর সুখের সংসার ছিল তাদের। গত ১৬ জানুয়ারি চার বছরের শিশু লামিয়াকে ছেড়ে মা বন্যার আক্তার বিথী লালমনিরহাটের এক যুবক মাসুম মিয়ার সঙ্গে চলে আসেন লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের সজিব বাজার এলাকায়। এর মধ্যে কেটে যায় ২০ দিন। এর পর মায়ের খোঁজ পেয়ে ঢাকা থেকে বাবার কোলে চড়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আসেন শিশু লামিয়া। কিন্তু দুইদিন ধরে তার মায়ের খোঁজ না পেয়ে বাবার কোলে ঢাকায় ফিরল শিশুটি।

শিশুটি মা বন্যা আক্তার বিথী মাত্র আট বছরের শিশু থাকা অবস্থায় বাবা আব্দুল করিম ও মা মিনোয়ারা বেগম মারা যান। সে থেকেই বিথী  ফুফু মিনা বেগমের কাছে বড় হন। পরে ফুফু মিনা বেগম তার বিয়ে দেন সোহেলের সঙ্গে।

বিথীর ফুফু রিনা বেগম বলেন, ‘ভাতিজির সন্ধান পেয়ে লালমনিরহাটের আদিতমারীতে ছুটে এসেছি। এখানে এসে ছেলেটির ঠিকানা পেয়েছি ঢাকা গিয়ে আইনের আশ্রয় নিব। চার বছরের শিশুকে ছেড়ে কোন মা অন্যের কাছে চলে আসতে পারে না।’ তাকে অপহরন করা হয়েছে বলে তিনি দাবী করেন। সোহেল মিয়া জানান, আমার স্ত্রী বন্যা আক্তার বিথী ভুল করে লালমনিরহাটে চলে আসছে তাই আমি আমার স্ত্রীকে ফিরে নিতে মেয়ে লামিয়াকে সঙ্গে নিয়ে এসছি। শিশুটির মুখ দেখে আমার স্ত্রীকে আমি ফেরত চাই।

এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘বন্যা আক্তার বিথীর নিখোঁজ বিষয়ে ঢাকা শাহজাহানপুর থানায় জিডি রয়েছে, তাই মেয়েকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2