avertisements 2

নুডলস চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ১০:২১ পিএম, ১৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৪

Text

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দোকান থেকে নুডলস চুরির অপরাধে এক কিশোরকে বৈদুতিক খুঁটিতে বেধে নির্যাতন করেছে দোকান মালিক। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ের ব্যবসায়ী আমানুল্লাহ তার দোকান থেকে নুডুলস চুরির অভিযোগ তুলে কিশোর সাদ্দামকে খুঁটির সাথে বেঁধে প্রচন্ড মারধর করে। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুতাইল গ্রামের আমানুল্লাহ দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে মুদিখানার ব্যবসা করে আসছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শহরের রাধিকাগঞ্জের শিশু সাদ্দাম হোসেন দুই প্যাকেট নুডুলস চুরি করে আমানুল্লার দোকান থেকে বলে অভিযোগ ওঠে। চুরির অভিযোগে দোকান মালিক আমানুল্লাহ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে কিশোরকে মারধর করে।

 
ব্যবসায়ী শেখ আমানুল্লাহ দাবী করেছেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটতো। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারতাম না। দুপুরে কিছু নারিকেল তেল ও নুডলস এর প্যাকেট চুরির সময় হাতেহাতে ধরে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে। তবে তাকে দোকানের খুটিতে বেধে মারধর করা আমার ঠিক হয়নি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতনের ভিডিও দেখেছেন। চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি আরও বলেন, সাদ্দামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি চুরি ও একটি ছিনতাই মামলা চলমান। এছাড়াও একবার পুলিশের হাতে আটক হয়েছিল সে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2