avertisements 2

অস্ত্র ও মাদকসহ আরসা প্রধান আতাউল্লাহর ভাই আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৭ এএম, ১৯ জানুয়ারী,সোমবার,২০২৬

Text

মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গ্রুপ  আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান নেতা পাকিস্তানি বংশোদ্ভূত সৌদি নাগরিক আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ আটক করা হয়েছে। আজ রবিবার ভোররাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএ)-১৪ এর এক অভিযানে আটক হন তিনি। এপিবিএ-১৪ এর অধিনায়ক নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধিনায়ক নাঈমুল হক জানান, তাকে আটক করা হয়েছে কুতুপালং রোহিঙ্গা শিবিরের নৌকা মাঠ এলাকা থেকে। এসময় আটককৃতের কাছ থেকে ইয়াবা বিক্রির লক্ষাধিক নগদ টাকা, একটি দেশীর অস্ত্র এবং বড় আকারের একটি ধারাল ছুরি জব্দ করা হয়। তার বস্তি থেকে এক অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। তাকে বোরকা পরিয়ে রাখা হয়েছিল। অপহরণের পর তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2