বাউল ছদ্মবেশ ধারণ করে, ‘খুন করতেন’ মানুষ!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৩ এএম, ২০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
হেলাল হোসেন ওরফে সেলিম : ছবি সংগৃহীত
উত্তরবঙ্গের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মডেলের আড়ালে হেলাল উত্তরবঙ্গের একজন ভয়ংকর খুনি। তাঁর বিরুদ্ধে ওই এলাকায় তিনটি হত্যা মামলা রয়েছে। ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের মডেল হয়ে বেশি পরিচিতি পান তিনি। গানের বাউল মডেল সেলিম ওরফে খুনি হেলাল হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাতে প্রথম আলোকে বলেন, নিজেকে লুকিয়ে রাখতেই বাউল ছদ্মবেশ ধারণ করে ছিলেন সেলিম।
তাঁর একাধিক হত্যাকাণ্ডে জড়ানো ও ছদ্মবেশে পালিয়ে থাকা জীবনের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।





