‘স্টার জলসার’ ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে ফ্যানে ঝুলে মরল শিশু!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ২ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১০:০৫ পিএম, ৩১ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পুতুলা তার সমবয়সী (সাত বছরের) চার-পাঁচজন খেলার সাথীকে নিয়ে স্টার জলসার অভিনয় করছিল। এমন সময় ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলাকে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হয়। ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমান শিশুটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে।মৃত শিশুর বাবা সায়েব আলী কাঁদতে কাঁদতে এমন ঘটনার বিবরণ দেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
