কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ সেপ্টেম্বর,শনিবার,২০২৫ | আপডেট: ০৬:০৮ পিএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে কুকুর দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়। এ ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২), তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাঁকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে যুবক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে।
স্থানীয়রা জানান, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরি চলছিল। ওইদিন জুমার নামাজের সময় কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক চোর ধরার জন্য অপেক্ষা করছিলেন। শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা কুকুর উচ্ছিষ্ট করে তাঁর পিছু নেয় এবং পরে লাঠি দিয়ে মারধর করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম নিশ্চিত করেছেন, শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের র্যাব জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর

ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা

যশোরের থানা চত্বরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি!

সুদের টাকা আদায়ের জন্য লাশের দাফন আটকে দিলেন, এলাকাবাসীর ক্ষোভ
