ট্রাকচাপায় প্রাণ গেল জবি ছাত্রীর, উপাচার্যের শোক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০১:২৫ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা আক্তার নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইবরাহীম খলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক সাবরিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়টি আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। থানায় কথা বলেছি। মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয়।
সাবরিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
