আলোচিত এমপি বাবলুকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:০৯ পিএম, ২ মে,শুক্রবার,২০২৫

রেজাউল করিম বাবলু
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সেই আলোচিত সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে তার ও তার ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
বুধবার (১৫ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে গত মার্চ মাসে তার ও তার ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণীর ওপর বক্তব্য চেয়ে চিঠি দিয়েছিল দুদক বগুড়া। সেসময় করোনার অজুহাত দেখিয়ে প্রাথমিকভাবে সম্পদের তথ্য দিয়ে ছিলেন তিনি।
হলফনামায় মাসিক আয় ৪১৭ টাকা দেখানো এমপি বাবলু জয়ী হওয়ার দুই মাসের মধ্যে নোয়াহ হাইব্রিড ব্রান্ডের গাড়ি কিনে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে পোজ দিয়ে ভাইরাল হয়েছিলেন। এছাড়াও সংসদে নারীবিদ্বেষী বক্তব্য দিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি।
দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গত মার্চ মাসে তার ও তার ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণীর ওপর বক্তব্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এবার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ রেজাউল করিম বাবলু জানান, দুদকের চিঠি তিনি পেয়েছেন। তবে তার কোনো অবৈধ সম্পদ নেই বলেও জানান তিনি।