avertisements 2

তৃতীয়-চতুর্থ শ্রেণির ৪৪ জন কোটিপতির সন্ধান পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১০ এএম, ৮ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১২:৫২ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

অনুসন্ধানে এসব কর্মচারীর অস্বাভাবিক সম্পদ পাওয়ায় সম্পদ বিবরণীর নোটিশও জারি করেছে দুদক। শুধু আবজাল বা মালেক নয়, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ও কেরানিরসহ আরো ৪৪ জন কোটিপতির সন্ধান পেয়েছে দুদক। তাদের সম্পদের অনুসন্ধানও করা হচ্ছে।

চালক, কেরানি ছাড়াও এ তালিকায় আছেন অধিদপ্তরের অফিস সহকারি, স্টোর কিপার ও কম্পিউটার অপারেটর।

দুদক সচিব দিলোয়ার বখত জানান, মালেক ড্রাইভারের সম্পদের অনুসন্ধান একবছর ধরেই চলছে। তার অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় সম্পদের নোটিশও তারা পাঠিয়েছেন। এরই মধ্যে ৪৫ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মালেক নয়। অধিদপ্তরের তৃতীয়-চতুর্থ শ্রেনীর ৪৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যারা অধিদপ্তরের কেরানি, অফিস সহকারী, গাড়ি চালক হলেও নামে বেনামে রয়েছে তাদের কোটি কোটি টাকার সম্পদ।

অনুসন্ধানে সম্পদের বৈধ উৎস না পাওয়ায় এরইমধ্যে তাদের ১১ জনের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। বাকিদের নামেও সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে। তবে কারো নাম উল্লেখ না করে দুদক সচিব ৪৫ জনের অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চলতি মাসে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে দুদক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2