নৌকার ভোট হবে প্রকাশ্যে, বিরুদ্ধে গেলে পেটানো হবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪৮ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর নৌকার ভোট হবে প্রকাশ্যে। টেবিলের ওপর সিল মারতে হবে সবাইকে। কোনো আবোল-তাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না। কেউ নৌকার বিরুদ্ধে গেলে পেটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
গত শুক্রবার রাতে ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজার এলাকায় নৌকার প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারণা সভায় গিয়ে আব্দুল হাই আকন্দ এসব কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানের এমন কথায় স্থানীয় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
