স্বামী-স্ত্রী মিলে ২০০ পিকআপ চুরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৩০ এএম, ৩ মে,শনিবার,২০২৫

পিকআপ ভ্যান চুরির অপরাধে সাত মাস জেল খেটে বের হওয়া আজিজুল শেখ রাজু নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বড়চক্র। চক্রটি ধাপে ধাপে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ২০০ পিকআপ চুরি করেন।
আজিজুল জেল থেকে বের হয়ে সিদ্ধান্ত নেন পিকআপ চুরি করে স্বল্প সময়ে বিপুল টাকার মালিক হবেন। বাগেরহাটের রাজু তার এই চক্রের মাধ্যমে গত দুই বছরে ২০০ পিকআপ ভ্যান চুরি করে।
গত শুক্রবার রাজধানীর ডেমরা থেকে রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রাজুর দ্বিতীয় স্ত্রী উম্মে হানিও রয়েছেন। সাত মাস আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর উম্মে হানিও চোর চক্রে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার অন্যরা হলেন হক ফজলু, ইউসুফ ও আবদুল্লাহ শিকারি।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, এই চক্রের কৌশল হচ্ছে, চুরির পর গাড়ির মালিককে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা। চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে পিকআপ ভ্যান চুরি করছেন।