দুই সপ্তাহেও পুলিশ খুঁজে পায়নি লেডি বাইকার রিয়াকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:০০ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

সিলেটে দুই সপ্তাহেও ধরা পড়েনি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আলোচিত লেডি বাইকার রিয়া রায়। মাদকসহ তার কথিত প্রেমিক সামী গ্রেপ্তার হলেও পুলিশের হাত থেকে পালিয়ে যায় রিয়া। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। বেশ কয়েক মাস ধরে নগরীতে উচ্চ সিসির মোটরসাইকেল চালিয়ে আলোচনায় আসেন রিয়া রায়। সিলেটের প্রথম লেডি বাইকার দাবী করা রিয়াকে কয়েকটি মোটরসাইকেল ও হেলমেট কোম্পানির বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়।
এবার মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন রিয়া। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের জানান, গত ৭ নভেম্বর রাতে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরির সময় রিয়া ও তার ছেলেবন্ধু আরমান সামীর প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় সামীকে আটক করা হলেও কৌশলে পালিয়ে যায় রিয়া। তিনি আরও জানান, রিয়ার অপরাধ সিন্ডিকেটের ব্যাপারে সব তথ্য প্রমাণ তাদের কাছে আছে। কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।
ইতোমধ্যে রিয়ার কথিত প্রেমিক সামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মামলার অন্যতম আসামি করা হয়েছে রিয়াকে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
