পরীক্ষা দিলেন মা, সন্তান কোলে রাখলেন উপজেলা চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

সদ্য প্রসূত সন্তানকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে আসেন মা। কিন্তু ঘটে বিপত্তি। কিছুতেই সন্তানের কান্না থামাতে পারছেন না কিশোরী মা। এ দৃশ্য দেখে এগিয়ে এলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। দেড় ঘণ্টা শিশুটিকে কোলে নিয়ে মাতৃস্নেহে আগলে রাখেন তিনি। রোববার (১৪ নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব। ওই পরীক্ষার্থীর নাম আয়েশা আক্তার। তিনি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার ছাত্রী।
পরে তিনি শিশুটি কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি লিখেন— ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’ মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে। দোয়া ও শুভকামনায় ভাসতে থাকেন তিনি। নানা রকম অনুভূতি ব্যক্ত করছেন নেটিজেনরা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
