avertisements 2

করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার করলো ঢাকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৬ পিএম, ৫ মে,সোমবার,২০২৫

Text

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৯১ জনের। করোনা শনাক্তের হার ১.৮০ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩৯৩টি। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে কারো মৃত্যু হয়নি।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ১ জন এবং রাজশাহীতে ২ জন মারা গেছেন। তবে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে এই প্রথম করোনায় মৃত্যুহীন একটি দিন দেখলো ঢাকা।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2