উপসচিব হলেন বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ এএম, ২ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৭:৩৫ এএম, ৩ অক্টোবর,শুক্রবার,২০২৫

প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া বিলুপ্ত বিসিএস ইকোনমিক ক্যাডারের ২২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান, ইতালিতে ইকনোমিক কাউন্সিলর মানুষ মিত্র, দক্ষিণ কোরিয়ার কমার্শিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহবুব।
বাকি কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রধান, সিনিয়র সহকারী প্রধান, উপপ্রধান, যুগ্ম-প্রধান পদে কর্মরত আছেন। এর আগে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে ২০১৮ সালের ১৩ নভেম্বর গেজেট জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘদিন পরে এই ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর

ফ্যাসিবাদের সুপরিকল্পিত ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা

যশোরের থানা চত্বরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি!

সুদের টাকা আদায়ের জন্য লাশের দাফন আটকে দিলেন, এলাকাবাসীর ক্ষোভ
