মাদ্রাসা ছাত্র তুহিন হত্যাকারী আয়ান গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:১৩ এএম, ১৮ জানুয়ারী,রবিবার,২০২৬
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মাদ্রাসা ছাত্র তুহিন হত্যাকারী আয়ান বাউরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) দুপুরে আসামিকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শমশেরনগরের ডবলছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করে। আয়ান শমসেরনগরের ডবলছড়া চা বাগানের মৃত বসুক বাউরির ছেলে।
জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে গত ১১ অক্টোবর রাতে আশরাফুল ইসলাম তুহিন (১৫) নামে এক মাদরাসা ছাত্র দুর্বৃত্তের দায়ের কূপে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তুহিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের পর ১২ অক্টোবর নিহত তুহিনের বাবা সজ্জাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে, কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রধান আসামি আয়ান বাউরি (২০) কে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, টাকা ও মোবাইলের জন্য আয়ান দা দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যা করে। আসামিকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।





