avertisements 2

ফেসবুকের কল্যাণে নতুন বাড়ি পেল অসহায় পরিবার

ফেসবুকের কল্যাণে নতুন বাড়ি পেল অসহায় পরিবার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১০:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার অসহায় প্রতিবন্ধী পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক শাইলা সাবরিন। শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সেই নির্মিত বাড়িটির চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলম।

শাইলা সাবরিন সমাজের প্রতিটি বিত্তবানদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গত বছরের ৫ নভেম্বর ওই অসহায় পরিবারটিকে নিয়ে স্থানীয় এক সাংবাদিক ফেসবুকে একটি পোস্ট দেন। বিষয়টি নজরে আসলে ঘরটি উপহার পায় তারা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2