শতবর্ষী বৃদ্ধার আত্মহত্যা, চাঞ্চল্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে আছিয়া খাতুন (১১০) নামে শতবর্ষী এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
রোববার রাত ২টার দিকে নিজের বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সকালে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের পাতাপাড়া এলাকার সমর আলীর স্ত্রী আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আছিয়া খাতুন এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
ইউপি সদস্য আয়মুনা আক্তার বলেন, আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির লোকজন আত্মহত্যার বিষয়টি থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
