সিলেটে নিজ বাসায় দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে নিজ বাসায় দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:২১ এএম, ১৫ জুলাই,মঙ্গলবার,২০২৫

সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, একই এলাকার কলিম উল্লাহর মেয়ে ফাতেমা বেগম ও তার বোন রানী বেগম। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। দুই বোনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন। তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।