কুমিরের চোখে ঘুষি দিয়ে প্রাণে বাঁচাল কিশোর
কুমিরের চোখে ঘুষি দিয়ে প্রাণে বাঁচাল কিশোর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪১ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
বাগেরহাটে কুমিরের চোখে ঘুষি মেরে প্রাণ বাঁচিয়েছে রাকিব নামের ১৫ বছর বয়সী এক কিশোর। সোমবার দুপুরে খানজাহান আলী দিঘীতে এ ঘটনা ঘটে।
আহত শেখ রাকিব বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের জাকির ছেলে। সে স্থানীয় কে আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসাধীন আহত কিশোর রাকিব জানায়, সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে খানজাহান আলী দিঘীর ঘাটে সিঁড়িতে সে গোসল করতে নামে। হাত-পা ও শরীরে পানি দেওয়ার সময় হঠাৎ করে একটি কুমির এসে তার ডান পা কামড়ে ধরে। এসময় কুমিরটি তাকে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জীবন বাঁচাতে রাকিব কুমিরের চোখ, নাকসহ মাথায় এলোপাথারি ঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে কুমিরটি তার পা ছেড়ে দিলে সে দৌঁড়ে ওপরে উঠে আসে।
পরে বন্ধুরা তাকে উদ্ধার করে বাগেরেহাট সদর হাসপাতালে ভর্তি করে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহান আতিক বলেন, ‘কুমিরের কামড়ে ছেলেটির পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। এখন সে শঙ্কামুক্ত।’





