avertisements 2

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৩২ পিএম, ১৭ সেপ্টেম্বর, বুধবার,২০২৫

Text

বিধিনিষেধের মধ্যেও রাজধানীসহ নানা অঞ্চলের ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় মাওয়ায়। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায় । আবার এক কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ৯০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। আর সাড়ে ৪শ' থেকে ৫শ' গ্রামের ইলিশের দাম সাড়ে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি।

মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ ইলিশ মাছের দাম অনেক বেশি। মাছের দাম এত বাড়ালে তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে।

এক বিক্রেতা বলেন, ক্রেতা এবং চাহিদা বেশি থাকার কারণে পদ্মার বড় ইলিশের জোগানটা একটু কম এজন্য অন্যান্য দিনের চেয়ে দাম একটু বেশি।

ইলিশের সরবরাহের কোনো কমতি না থাকলেও আড়তদারদের দাবি, জাটকা সংরক্ষণ অভিযান যথাযথ না হওয়ায় এবং কারেন্ট জালের দাপটের কারণে ভরা বর্ষায় আশানুরূপ ইলিশ মিলছে না। ২৯টি আড়ত ছাড়াও মাওয়ায় খোলা মাঠে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2