'মানসিক চাপে' মনোরোগ বিশেষজ্ঞের আত্মহত্যা!
'মানসিক চাপে' মনোরোগ বিশেষজ্ঞের আত্মহত্যা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৩:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় যশোর শহরের বিমান অফিসপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম।
ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানান, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় তিনি (ডাক্তার সেলিম) ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়া শজিমেকে বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি মনে করছেন।
ওসি তাজুল ইসলাম জানান, তিনি কী কারণে বা কোন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো পরিষ্কার নয়। তবে তার লাশ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, 'ডা. সেলিমের মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।'
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
