সাতক্ষীরায় করোনা কেড়ে নিল তরুণ ব্যাংক কর্মকর্তাকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৮ পিএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) নামে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রাামের ছমির মোড়লের একমাত্র ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের বগুড়া শাখায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৫টায় বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা,বাবা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, তিন বছর পূর্বে বিবাহ করে স্ত্রীকে নিয়ে কর্মস্থল বগুড়ায় বসবাস করতেন জাহাঙ্গীর। গত ঈদের ছুটিতে স্ত্রীসহ গ্রামের বাড়ীতে ঈদ করতে এসেছিলেন। ঈদ শেষে কর্মস্থল বগুড়ার ব্রাক ব্যাংকে ফিরে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় এক সপ্তাহ আগে করোনা সংক্রমিত হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫ টায় মৃত্যুবরণ করেন তিনি।
আজ সকাল ৮ টায় তার লাশ গ্রামের বাড়ী তালার নলতায় এসে পৌঁছায়। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানেই তার লাশ দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
