বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৭ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১২ এএম, ৪ মে,রবিবার,২০২৫

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে শিক্ষক ও কলামিস্ট অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
তুরাগ থানার ডিউটি অফিসার আসমা উল হুসনা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ড. তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন।
অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন। দেশের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান এই শিক্ষক। তিনি উত্তরায় নিজ ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন।