গোবিন্দগঞ্জে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫২ এএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১২ এএম, ১৬ জানুয়ারী,শুক্রবার,২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা তা জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন হলেন- ওয়াহিদুল ইসলাম (৩২) ও বোরহান উদ্দিন (৩৫)। একজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাড়িওয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। অজ্ঞাত দুইজন লোক এসে তাকে বাড়িতে ডেকে আনেন। এক পর্যায়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একে এম মেহেদি হাসান এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে । সেনাবাহিনীর বোমানিষ্ককীয় দলকে তলব করা হয়েছে ।





