নেশার আগুনে পুড়ল স্কুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫২ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:২২ পিএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আব্দুস সামাদ একাডেমিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘স্কুল ভবনটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কিছু মাদকাসক্ত ছেলে ওই ভবনে নেশা করতেন। তাদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।’
তিনি আরও জানান, পরিত্যক্ত স্কুল ভবনে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আগুন বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ার স্টেশনে সংবাদ দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
