তামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৪ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১১:৪০ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

মুন্সিগঞ্জের সদর উপজেলায় তামিমা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুর ১টায় ডিঙ্গাভাঙ্গার মাদবর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তামিমা সদর উপজেলার কাগজিপাড়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার মা প্রবাসী এবং সে নানীর সাথে ডিঙ্গাভাঙ্গা এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল। সে মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।
সদর থানার উপ পরিদর্শক মোঃ বিল্লাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
