শীতে কাঁপছে বগুড়া, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৪:০৮ পিএম, ৩১ আগস্ট,রবিবার,২০২৫

বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই শীতের মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৯ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
রোববার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সজিব হোসেন বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে বগুড়াতেও। সূর্যের দেখা মিলতে সময় লাগতে পারে। তিনি আরও জানান, এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত
