মেয়র কাদের মির্জার সংবর্ধনায় এমপি মমতাজের গান!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:২৬ এএম, ৩ মে,শনিবার,২০২৫

নোয়াখালীর বসুরহাট পৌরসভার বিশিষ্ট মেয়র আবদুল কাদের মির্জার নাগরিক সংবর্ধনায় সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে মেয়র আবদুল কাদের মির্জার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল কমপিঞ্জের নাগরিক সমাজ।
বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ আশেপাশের উপজেলা থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এর আগে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বিশিষ্ট মেয়র আবদুল কাদের মির্জাকে সংবর্ধনা দেওয়া হয়। কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ বুধবার বিকেলে বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন ড। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াট খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের স্ত্রী আক্তার জাহান বকুল, বিশিষ্ট ইসলামপন্থী কালামিস্ট প্রমুখ। চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, আমেরিকান প্রবাসী রমেশ চন্দ্র সেন, সেলিম চৌধুরী ভিপি বাবুল, বিশিষ্ট শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, প্রাক্তন ছাত্রনেতা জহিরুল ইসলাম তানভীর, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তশিক মির্জা কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নাগরিক সমাজের পক্ষ থেকে মেয়র আবদুল কাদের মির্জাকে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ সংবর্ধনা আয়োজক কমিটির নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট প্রদান করেন।
এর আগে অতিথি অতিথি মইর আবদুল কাদের মির্জা পুরো অনুষ্ঠানটি পরিদর্শন করে ফুলের পাপড়ি ছড়িয়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান। পরে বিশিষ্ট গায়ক মমতাজ এমপি এবং করনিয়া একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।